Header Image

করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সর্তক থাকার অাহবান “জাপা নেত্রী ফাতেমা বেগম

চলমান মহামারী করোনা ভাইরাসে আতঙ্কিত দেশবাসী। ঘর থেকে মানুষ বের হতে পারছেনা, শ্রমিক,চালক নিম্নবিত্ত সকল মানুষ আজ খাদ্য সংকটসহ বিভিন্ন সমস্যায়। এমতাবস্তায় মানুষের পাশে দাড়াঁনোর কেউ নাই। আমাদের পার্টির চেয়ারম্যান জনতার বন্ধু পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ স্যার আজ জীবিত থাকলে মানুষের পাশে দাড়াঁইতো। মানুষের কষ্ট কিছুটা হলেও নিবারণ হতো। পল্লীবন্ধু এরশাদ স্যার আপনি ভাল থাকুন পরপারে। মহান আল্লাহ তায়ালা আপনাকে জান্নাত বাসী করুণ।

করোনাভাইরাস প্রতিরোধে সকলে সতর্ক হোন! নিজে সুস্থ হোন অপরকে সুস্থ রাখুন।

দেশবাসীর সার্বিক মঈল কামনা করেন জাপার ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ বেগম রওশন এরশাদের অাস্তা ভাজন । সাভা নেত্রী ও ময়মনসিংহ জেলা পল্লীবন্ধু পরিষদের অাহবায়ক রুবেল অালী ( এসডি রুবেল) এর সহ ধর্মিণী ফাতেমা বেগম।
তিনি এসময় অারো বলেন, সদরের ১৩,১৪,১৫, নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী হয়ে নির্বাচন করি,
কিছু ভোটের ব্যবধানে বিজয়ী হতে পারিনি, অামি এলাকাবাসীর দোয়া ও সহযোগীতা পেলে অাগামীতেও প্রার্থী হবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!