Header Image

কালিয়া পৌর মেয়রের উদ্যেগে জীবানুনাশক স্প্রে কার্যক্রম

 

মোঃ হাচিবুর রহমান,কালিয়া প্রতিনিধি :

নড়াইলের কালিয়া পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের নির্দেশনায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কালিয়া পৌরসভার উদ্যোগে পৌর শহরের হাট-বাজার, অফিস ও হাসপাতাল এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। কালিয়া পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত।
আজ শনিবার (২৮ মার্চ) বিকেল ৩ টার দিকে পৌর চত্ররে থেকে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন।এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব সহ পৌরসভায় কর্মরত সকল কর্মচারীবৃন্দ।এ ব্যাপারে কালিয়া পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন বলেন, করোনার প্রাদুর্ভাব রোধে শহরকে জীবানু মুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের জীবাণুনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া নিজের অবস্থানে থেকে সবাইকে বাড়ি-ঘরসহ আশপাশ এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রেখে করোনা প্রতিরোধে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!