গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি প্রিন্টিং কারখানার পরিত্যাক্ত মালামালে গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শনিবার বেলা সারে ১১টার দিকে কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় এসোসিয়েট প্রিন্ট্রি প্রাইভেট লিমিটেড নামে ওই কারখানার গুদামে আগুন লাগে ।
মুহুর্তের মধ্যে আগুণ পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পুরো যায় গুদামে রাখা বিপুল পরিমাণ মালামাল।
কোনাবাড়ি ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিনাজুল ইসলাম জানান, বিসিকের ওই কারখানার ছাদে পরিত্যক্ত মালামালের গুদাম আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুনের কারণ ও ক্ষতির পরিমান জানা যায়নি ।
তবে,কারখানাটি বন্ধ থাকায় অন্য কারখানা থেকে সিগারেটের আগুন থেকে এর সুত্রপাত হতে পারে বলেও জানান ওই কর্মকর্তা ।