মোঃ হুমায়ুন কবির,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে সরকারি নির্দেশ অমান্য করে চায়ের দোকান ও
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়া কিছু দোকানে গনসমাগম হওয়ায়
১৪জন দোকানীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী
ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর ও সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা।
ইউএনও ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর আজ ও ২৭/০৩/২০
মোবাইল কোর্ট পরিচালনা করে নাপ্তের আলগী বাজার, অনন্তগঞ্জ
বাজার, রায়গঞ্জ বাজার ০১ জনকে, গাজিপুর ০১ জনকে, রামগোপালপুর,
বোকাইনগর, বাসাবাড়ি বাজার ০২ জনকে, চকপাড়া এবং বিভিন্ন
মোড়ের চায়ের দোকানে মোট =১০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
তাছাড়া সকল চায়ের দোকান বন্ধ করে কেটলি ও চুলা ভেঙে সতর্ক করা
হয়েছে। অভিযান চলাকালে ইউপি চেয়ারম্যান, বাজার কমিটির সভাপতি
সহ সংশ্লিষ্টদের জনসমাগম বন্ধে প্রযোজনীয় নিদের্শনা দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন – উপজেলা নির্বাহী অফিসার, ও বিজ্ঞ
নির্বাহী ম্যাজিস্ট্রেট, গৌরীপুর এবং সার্বিক সহায়তায় ছিলেন
আইন শৃঙ্খলা বাহিনী ।