
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম রোধ করাসহ সামাজিক দুরত্ব,জনসচেতনার লক্ষে বিভিন্ন ইউনিয়নের হাট,বাজার ও দোকানপাট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সেজুঁতী ধঁর। অভিযানে তিনি সাপ্তাহিক হাটের দিনের গরু, ছাগল, হাঁস-মুরগীসহ সকল হাট নিষিদ্ধ ঘোষণা করেন ও হাটের দিনের জন্য বসা দোকানপাট অপসারণ এবং বন্ধে অভিযান পরিচালনা করেন । একই দিনে ইউএনও সেজুঁতী ধঁর সামাজিক দুরত্ব নিশ্চিত করণে চায়ের দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন আইনে জরিমানাও করেন।
গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সহযোগিতায় শনিবার (২৮শে মার্চ) উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর পৌর শহরের বিভিন্ন কাঁচামালের বাজারে সমাগম ও দুরত্বে অবস্থান নেয়ার জন্য গোহাটায় স্থানান্তর করেন। পৌর মেয়র শহরে মাইকিং করে সাপ্তাহিক হাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধের আদেশ জারি করেন। নিত্যপন্যের দোকানে নির্ধারিত দুরত্ব বজায় রাখা ও অতিরিক্ত মূল্য না নেয়ার জন্য ইউএনও সেঁজুতি ধর ব্যবসায়ীদের আহ্বান জানান।
একই দিনে ইউএনও সেজুঁতী ধঁর গৌরীপুর উপজেলার অচিন্তপুর বাজার, গাগলা বাজার, পাছার বাজার, কাচারি বাজার, গৌরীপুর বাজার, ভাংনামারী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারসহ বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে চায়ের দোকানে জনসমাগম বন্ধে অভিযান পরিচালনা করেন। এসময় চা ব্যবসায়ী আঃ লতিফকে ৩,০০০/- মোঃ শফিককে২,০০০/ এবং মোঃ ওয়াদুদ কে ২,০০০/- সর্বমোট ৭,০০০/- টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার, ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুঁতি ধঁর। অভিযানে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন ও থানায় কর্মরত বিভিন্ন পুলিশ কর্মকর্তারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন।