
ষ্টাফ রিপোর্টারঃ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘর থেকে বের না হওয়ায় খাদ্যাভাবে অসহায় হয়ে পড়েছে ময়মনসিংহের শ্রমজীবি মানুষ। যানবাহন,দোকান পাট,ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উপার্জনের অভাবে খাদ্য সংকটে নিম্ন আয়ের মানুষ।
ময়মনসিংহের বিভিন্ন এলাকার দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ীসহ খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। বেকার হয়ে পড়ছে তারা। এমনতো অবস্থায় দুস্থ ও অসহায় গরিবদের খাদ্য সংকট পুরণে পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও ময়মনসিংহ সদর উপজেলা ছাত্রলীগের ভবিষ্যত কান্ডারী মাসুদ রানা বিজয়।
তার নেতৃত্বে সিরতা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ময়মনসিংহ সদরের বিভিন্ন ইউনিয়নে চাউল,ডাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দরিদ্র মানুষের বাড়ি বাড়ি পৌছে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা। মাসুদের ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী পৌছে যাচ্ছে গরীবের দুয়ারে। গরীবকে খাদ্য খুজতে হয় না,বরং খাদ্য নিয়ে ছাত্রলীগ নেতা মাসুদ খুজে বেড়াচ্ছে গরীব হত দরিদ্রদের।
খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসাবে রবিবরা (২৯ মার্চ) সকাল থেকে চাল,ডাল,নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর এসব খাদ্য সহায়তা বিতরণ করেন সিরতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাসুদ রানা বিজয়।
ছাত্রলীগ নেতা মাসুদ রানা বিজয় জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। করোনা ঝুঁকি এড়াতে জন সমাগম ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে প্রত্যেক ওয়ার্ডের ছাত্রনেতারা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দিবেন অসহায় জনগোষ্ঠীর মাঝে।এছাড়াও সদরের বিভিন্ন ইউনিয়নের হাট,বাজার,মসজিদে পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসাবে জীবানুণাশক স্পে ছিটিয়ে দেয়া হচ্ছে। করোনা প্রতিরোধে সিরতা ইউনিয়ন ছাত্রলীগের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি এড়াতে জনসমাগম ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর জন্য সদরের ইউনিয়ন গুলোর জরুরি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রং দিয়ে চারকোনা দাগ এঁকে দেওয়া হচ্ছে। মাসুদ রানা বিজয় বলেন-দেশকে করোনা ভাইরাস মুক্ত করে দেশের মানুষকে সুস্থ রাখতে বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী,মহিয়সী কন্যা, বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনা যে যুদ্ধ ঘোষনা করেছেন তা সফল করতে সিরতা ইউনিয়ন ছাত্রলীগ জনগণের পাশে সার্বিক সহযোগিতায় সর্বদায় প্রস্তুত আছে এবং থাকবে।