আরিফ রববানীঃ
ময়মনসিংহে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ ও খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা,মহানগর,সদর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।
করোনাভাইরাসের কারণে স্বাভাবিক কার্যক্রম থমকে গেছে। সবাই কর্মহীন হয়ে পড়েছে। আর‘এই মানবিক বিপর্যয়ের মুখে করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নির্দেশে তার পক্ষ থেকে জাতীয় পার্টির মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আহমেদের নেতৃত্বে ময়মনসিংহ মহানগর, জেলা, সদর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।
জাতীয় পার্টির পক্ষ থেকে জনগণের মাঝে সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি ময়মনসিংহে চলমান রয়েছে। যতদিন এই করোনা সঙ্কট থাকবে, বিরোধী দলীয় নেতা ও সদরের সংসদ সদস্য বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির নেতাকর্মীরা ততদিন ময়নসিংহবাসীর পাশে থাকবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির ময়মনসিংহ জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম খোকন। তিনি ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় রওশন এরশাদের পক্ষ থেকে করোনা ভাইরাস পরিস্থিতির এই দুঃসময়ে জনতার মাঝে নিয়মিত মাস্ক,সাবান,বিভিন্ন মসজিদ সহ মোড়ে-মোড়ে পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসাবে সুরক্ষা সমাগ্রী বিতরণ কালে জনতাকে বেগম রওশন এরশাদের পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে এসব কথা বলেন।
জাতীয় পার্টির পরিশ্রম ও জনবান্ধব এই নেতা আরো বলেন- ‘কোনও দুর্যোগের কাছেই বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন ময়মনসিংহের জাতীয় পার্টি পরাজিত হয়নি,হবেও না ইনশাল্লাহ। আপনারা কোনও প্রকার গুজবে কান দেবেন না। মারাত্মক এই মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি আহবান জানান জাপা নেতা শরিফুল ইসলাম খোকন।