মানবতার মা সফল মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনার আস্থা ভাজন সাবেক সিনিয়র সচিব, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বঙ্গবন্ধু আদর্শের সৈনিক সাজ্জাদুল হাসান এর অনুপ্রেরণায় মোহনগঞ্জ উপজেলায় শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রিক বিতরন করেন, সম্ভ্রান্ত পরিবারের ছেলে সাবেক যুগ্ন আহবায়ক মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগ রেজোয়ান আলী খান আর্নিক ।
আজ যখন বিশ্ব করোনা ( কোভিড 19) এর করুন আর্থনাথে ,তখন মানবতার সেবায় নিজে কে সম্পৃক্ত করতে এই চেস্টা।
তিনি খেটে-খাওয়া মানুষদের নিয়ে ভাবেন। প্রাধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সকলের এগিয়ে আসা উচিত বলে মনে করেন।
মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
ভোপেন হাজেরিকার এই প্রসিদ্ধ গানটিকে জাতি, ধর্ম নির্বিশেষে উপলব্ধি করে শুধু সরকারের উপর না ছেড়ে নিজের বিবেক নিয়ে নিজ নিজ এলাকায় ঘরে ঘরে সেবা দেয়া মানুষের উচিৎ।
তিনি মনে করেন দেশ ও জনগনের জন্য কিছু করতে গেলে এম পি, মন্ত্রী,মেয়র, চেয়ারম্যান, কমিশনার হওয়া লাগেনা। নিজের ইচ্ছাই যথেষ্ট রেজোয়ান খান আরো বলেন।
সাজ্জাদুল হাসান ৩২ বছর চাকরির করে অবসর নিয়েছেন, বাকী জীবন দেশ ও দশের জন্য উৎসর্গ করেছেন, এবং বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিবেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। তিনিও সাজ্জাদুল হাসান এর হাতে হাত মিলিয়ে কাজ করতে চান।
আর্তমানবতার এই সেবাকে সাধুবাদ জানান এস এফ টিভির ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল হাসান ফরহাদ ও মহানগর প্রেসক্লাব ও সুবর্ণা বাংলা পত্রিকার সম্পাদক সৈয়দ তপন।