Header Image

ত্রিশালে মাস্ক,সাবান,হেন্ড স্যানিটাইজার নিয়ে জনতার পাশে জাতীয় শ্রমিক লীগ নেতা সুমন।।

 

ষ্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জাতীয় শ্রমিকলীগের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনা সৃষ্টির লক্ষে উপজেলার বিভিন্ন পেশাশ্রেণীর মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক,সাবান, জীবানু নাশক সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরন করেছেন জাতীয় শ্রমিক লীগ ত্রিশাল উপজেলার সভাপতি সুয়েল মাহমুদ সুমন।

পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার গরিব ও মেহনতি মানুষদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

রবিবার ২৯শে মার্চ সকালে থেকে করোনা ভাইরাস সতর্কতায় তিনি উপজেলার বিভিন্ন এলাকার গরিব ও মেহনতি মানুষদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। সুমন বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধির দিকেই আমাদের জোর দিতে হবে। তাই মানুষের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষেই এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!