আরিফ রববানীঃ
আওয়ামী লীগ এদেশের জনগণের সুখে-দুঃখে আবেগকে ধারণ করেই রাজনীতি করে। বৈশ্বিক এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে সকল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। গ্রহণ করছেন স্বল্পমেয়াদী- দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কর্মসূচি’ দলীয় নেতা-কর্মীদের আহবান জানিয়েছেন জনগণের এই দুঃসময়ে পাশে দাড়াঁতে। জাতির জনকের সুযোগ্য কন্যা,মহিয়সী নারী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ মোতাবেক করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব এম এ ওয়াহেদ। তিনি ভালুকা উপজেলার বিশ হাজার হতদরিদ্র কর্মহীন মানুষের দায়িত্ব নিয়েছেন।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের এই অন্যতম সদস্য মানবিক রাজনীতিবিধ আলহাজ এম এ ওয়াহেদ এর পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথম পর্যায়ে ভালুকার বিভিন্ন ইউনিয়নের বিশ হাজার হত দরিদ্র পরিবারের মাঝে চাল, আলু, ডাল, লবন, তৈল, সাবান ঘরে ঘরে পৌছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় কেউ যাতে বাড়ী হতে বাইওে না যায় সে জন্য বিশিষ্ট দানবীর আলহাজ্ব এম এ ওয়াহেদ এর পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়। এই কঠিন সময়ে কিভাবে তড়িৎ গতিতে বিভিন্ন ইউনিয়নের সকলের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছানো যায় আলহাজ্ব এম এ ওয়াহেদ সাহেবের স্বেচ্ছাসেবক কমিটি সেই উপয়ে কাজ করছে। ভালুকা গন মানুষের আলহাজ্ব এম এ ওয়াহেদ সব সময়ই কাজ করে যাচ্ছে বলে জানান শ্রমিক নেতা আলহাজ্ব মো: নজরুল ইসলাম ও আওয়ামীলীগ নেতা নুরে আলম জিকু। নেতৃবৃন্দ জানান, ভালুকার আস্থার জায়গা জননন্দিত নেতা বিশিষ্ট দানবীর আলহাজ্ব এম এ ওয়াহেদ। তিনি সকল সময় রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, বিভিন্ন আচার অনুষ্ঠানে সাহায্য সহায়তা করে আসছেন। বর্তমানে করোনা ভাইরাস মোকাবেলায় আওয়ামীলীগ সহ সমাজের বিত্তবানদের সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আলহাজ্ব এম এ ওয়াহেদ সাহেব প্রাথমিক ভাবে ভালুকার ২০ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, তেল, পেয়াজ, সাবান পৌছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খুব শ্রীঘ্রই খাবার পৌছে দেওয়া হবে। এব্যপারে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করা হয়েছে। করোনা ভাইরাসের কারনে কেউ যাতে ঘর থেকে বের না হয় সেজন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে। সাহায্য প্রার্থী কারো কোন প্রকার যোগাযোগ করে ভীড় জমানোর প্রয়োজন নেই। আলহাজ্ব এম এ ওয়াহেদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের মাধ্যমেই কর্মহীন শ্রমজীবি মানুষের ঘরে-ঘরে এসব সামগ্রী পৌছে দেয়া হবে জানিয়েছেন তার কর্মীসমর্থকরা।