
আরিফ রববানীঃ
করোনা পরিস্থিতিতি মোকাবেলায় খেটে খাওয়া দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান ।
সোমবার সকালে তিনি খাদ্য বিতরণ কর্মসুচীর অংশ হিসাবে দুঃস্থ ও তৃতীয় লীঙ্গের মানুষের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়।খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন করেন ময়ময়নসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান। উক্ত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণ ও সাবানসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
এসময় জেলা প্রশাসক মিজানুর রহমান, করোনা পরিস্থিতিতি মোকাবেলায় সকলকে সচেতন থাকার এবং নিজ নিজ বাড়িতে অবস্থানের আহবান জানান।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন , ইতিপূর্বে আমরা ব্যাপক সচেতনেতামূলক প্রচারিভিযান পরিচালনা করেছি। এখন ত্রাণ মন্ত্রনালয় থেকে যে পণ্যসামগ্রী ও নগত টাকা পেয়েছি তা সব উপজেলায় বিতরণ করছি।
মাননীয় প্রধানমন্ত্রীর করোনার এই মানবিক সহায়তা অসহায় মানুষের মাঝে পৌছে দেয়ার চেষ্ঠা করছি । এসময় তিনি জেলার বিত্তবান মানুষকে এই সময়ে মানুষের পাশে দাড়াতে অনুরোধ করেন। সেই সাথে সবাই মিলে যেন এই পরিস্থিতি মোকাবেলা করতে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি ।