আরিফ রববানীঃ
ময়মনসিংহের মুজিববর্ষ উদযাপন পরিষদ, জেলা নাগরিক আন্দোলনের পক্ষ থেকে ২৯ মার্চ দুপুরে জেলা নাগরিক আন্দোলন কার্যালয়ে অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অধ্যাপক দিলরুবা শারমিন এর নেতৃত্বে বঙ্গবন্ধু শতবর্ষ উজ্জাপন পরিষদ এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে। এরই ধারাবাহিকতায় তৃতীয় লিঙ্গের পক্ষে খাদ্য সামগ্রী গ্রহন করেন সেতু বন্ধন কল্যাণ সংঘের সভাপতি আনিসুর রহমান তনু। সেতু বন্ধন কল্যাণ সংঘ ও আলোর পথে সংগঠনের সদস্যদের জন্য ১০০ কেজি চাউল, ২১ কেজি ডাউল ও ৬ কেজি পেয়াঁজ দেওয়া হয়েছে। এ সময় জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, মুজিববর্ষ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপিকা দিলরুবা শারমিন, মহিলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি নুর জাহান মিতু, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোটের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহমুদা হোসেন মলি, অনসাম্বল থিয়েটারের সভাপতি আবুল মনসুর, জেলা যুবলীগ সদস্য মেহেদী হাসান প্রমূখ।