আরিফ রববানীঃ
ময়মনসিংহে করোনা ভাইরাসের কারণে খাদ্য সহায়তা ও প্রতিরোধ হিসাবে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও এগিয়ে আসছে। নগরীর গংশার মোড়স্থ বঙ্গবন্ধু শিশু একাডেমি,আর্বিভাব,বাংলার মুখ সংগঠনের যৌথ উদ্যোগে সোমবার বিকালে দরিদ্রদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু একাডেমির সভাপতি ও ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপিকা দিলরুবা শারমিন, মহিলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি নুর জাহান মিতু , মহিলা আওয়ামীলীগ নেত্রী মীর সালমা, সারোয়ার জাহান মুকুল,বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোটের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহমুদা মলি,জেলা যুবলীগ নেতা মেহেদী হাসান প্রমূখ। বিতরণের মধ্যে ছিল চাউল, ডাল, পেঁয়াজ ও আলু ।
ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপিকা দিলরুবা শারমিন জানান-বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার করোনা ভাইরাস রোধে জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করছে। করোনা মরণ ঘাতি ভাইরাস। এর সংক্রমণ প্রতিরোধে সারাদেশের শ্রমজীবী মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। ময়মনসিংহেও অনেক খেটে খাওয়া মানুষ আছে যারা কাজে না যেতে পারলে পরিবারের সদস্যরা খেতে পায়না। তাই দিনমজুর মানুষের পাশে আমাদের সমাজের বিত্তবান মানুষ দাড়ানো উচিত এবং করোনা ভাইরাসের প্রকোপ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি দিনমজুর ও খেটে খাওয়া পরিবারের মানুষের পাশে থাকবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।