তুহিন সরদার বেনাপোল প্রতিনিধিঃ
যশোর শার্শা উপজেলার ৬নাং গোগা ইউনিয়ন এর ১নাং ওয়ার্ডে সুযোগ্য ইউপি সদস্য নেছার উদ্দিন নেছা নোবেল ১৯ করোনা ভাইরাসের উদ্যোগে বিভিন্ন রাস্তা এবং মসজিদে জীবানুনাশক ঔষধ সরানো হচ্ছে এবং প্রতিটা চায়ের দোকানে গিয়ে মানা করে দিয়ে আসা হচ্ছে কোন ভিড় না হওয়ার জন্য অনুরোধ করছে করোনাভাইরাস এর মোকাবেলা করার জন্য বিশেষভাবে ১নাং ওয়ার্ডের পাঁচভূলাট গ্রামে সুযোগ্য মেম্বার দায়িত্ব পালন করে চাচ্ছে