Header Image

করোনায় সারাদেশে কর্মহীন মানুষের পাশে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছেনঃ লতিফি হ্যান্ডস। 

সৈয়দ তপনঃ
(করোনাভাইরাস)-এর কারনে সারা বিশ্বে আজ হাহাকার চলছে। বেকারত্ব, কর্মসংকটসহ সবদিক থেকে মানুষ হয়ে পড়েছে অসহায়।বাংলাদেশের মত একটি দেশ, যেখানে দিন মজুর রয়েছেন ব্যাপক সংখ্যক। যারা দিনের শেষে মজুরির টাকায় বাড়িতে খরচ নিয়ে যান। সন্তান-সন্ততি, পরিবার-পরিজনের মুখে খাবার তুলে দেন। কিন্তু এই মহামারি ভাইরাসের কারনে, সেই সব দিনমজুর খেটে খাওয়া মানুয় না চাইতেই নিজের ঘরে বন্দী হয়ে থাকতে হচ্ছে। কঠিন এই সময়ে অসহায় এই মানুষগুলো পাশে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হয়েছে আর্ত-মানবতায় নিবেদিত (লতিফি হ্যান্ডস)। হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী (বড় ছাহেব কিবলাহ ফুলতলী)’র প্রতিষ্ঠিত “লতিফি হ্যান্ডস” দেশ বিদেশের দাতাদের পাঠানো আর্থিক সাহায্য নিয়ে উপস্থিত হচ্ছে দারিদ্র-পীড়িত মানুষের দ্বারে দ্বারে।
হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী (বড় ছাহেব কিবলাহ ফুলতলী)’র নির্দেশনায় এবং উপস্থিতিতে গতকাল ২১০টি পরিবারের মাঝে বিতরন করা হয়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। ভাইরাস  জনিত কারনে যে দূর্যোগপূর্ন ও বিচ্ছিন্নতার সময় এখন এসেছে। এর প্ররিপ্রক্ষিতে “লতিফি-হ্যান্ডস” নিচ্ছে প্রয়োজনিয় পদক্ষেপ। দাতাদের আর্থিক সহযোগিতায় এবং হযরত আল্লামা বড় ছাহেব কিবলা’র নির্দেশে সেই সব পদক্ষেপ বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।
ফুলতলী সাহেবের বাড়ি থেকে আর্তমানবতার সেবা। আল্লামা ইমাদ উদ্দিন সাহেব ( বড়) সাহেবের বড় ছেলের নেত্রীত্বে ছোটভাই সহ অফিসের লোক এই সেবা দিয়ে যাচ্ছেন।
হক্কানি অালেম এই বলেন মানব সেবা উত্তম ইবাদত। অসহায়ের পাশে দাড়ান। ইমাদ উদ্দিন বড় সাহেব তিনি সব সময় মানুষের ঘরে নিজে খাবার সহ সেসব দিয়ে যাচ্ছেন। এই ওলি নিজের সময় বলতে এতিম আর অসহায় মানুষ, এতিম পরিবারের পাশে মাটিতে বসে সেবা দেন।
লতিফি হ্যান্ডস নামে একটি এনজিও করে সেবা দিচ্ছেন ।
এই মুসলিম হ্যান্ডসের মাধ্যমে নেত্রকোনা জেলায় ২৫ মসজিদ করেছেন, মোহনগঞ্জ উপজেলা অনেকগুলি, মদন,, এর দায়িত্ব পালন করেন, এদিকে আবার মুসলিম হ্যান্ডস এর
মাধ্যমে  কুরবানির গরু,গাছ,কল,ঘর,কম্বল, ইত্যাদি প্রতি বছরে বিতরন করে থাকেন।
 বিভাগীয় সভাপতি সৈয়দ তোফায়েল উদ্দিন  ( সৈয়দ তপন)  সম্পাদক মহানগর প্রেসক্লাব ময়মনসিংহ ও সুবর্ণ বাংলা পত্রিকা। তিনি এই ওলি পরিবারের সেবাকে সারা দেশ বিদেশে ছরিয়ে মানবসেবা ও ওলি আল্লাহদের কর্ম কি তা প্রচার করার ইচ্চা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!