নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ও জনগণকে সচেতন করতে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম বাহলুল মজনুন চুন্নু’র নির্দেশনায়, চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মুহাম্মদ মনজুর আলম’র সার্বিক সহযোগিতার,সাতকানিয়া পৌরসভা শাখার উদ্যোগে হাতধোয়া সহ বিভিন্ন কর্মসূচী চালু করা হয়েছে।
২৯শে মার্চ”২০২০ইং রবিবার দিনব্যাপী সাতকানিয়ার ব্যাস্ততম এলাকার ডলুব্রীজ চৌরাস্তার মোড়ে ১টি, ডলুব্রীজের পশ্চিম পাশে জেলে পাড়ার প্রধান ফটকে ১টি, দেওয়ান হাট বাজারের প্রধান দুই ফটকে ২টি, হাজী রহমতের বেগে ১টি সহ মোট ৫টি হাত ধোয়ার পানি ভর্তি ড্রাম এবং জীবাণুণাশক সাবান স্থাপন করা হয়।
বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাতকানিয়া পৌরসভা শাখার সভাপতি সাজ্জাদ উদ্দীন হাসান চৌধুরী গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জনান, জনমানবের সুরক্ষার কথা মাথায় রেখে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ পৌরসভা শাখার উদ্যোগে ড্রাম ভর্তি হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা করা হয়েছে যা দিয়ে মানুষ বাসার বাইরে অবস্থানকালীন সময়ে তাদের হাত ধুয়ে নিজেদের জীবাণু মুক্ত রাখাতে পাবে। নিজে পরিষ্কার থাকি,নিজে সুস্থ থাকবো এবং নিজের পরিবারেও সুস্থ থাকবে।
এই সময় উপস্থিত জনগনকে জীবাণুনাশক সাবান দ্বারা হাত পরিষ্কার রাখার আহ্বান জানান বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাতকানিয়া উপজেলার সভাপতি এবং ভাইস চেয়ারম্যান সালাউদ্দীন হাসান চৌধুরী।
এই সময় উপস্থিত ছিলেন, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত নব-নির্বাচিত সভাপতি লয়ন ওসমান গনি, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের পৌরসভা শাখার সাধারণ সম্পাদক রকি দাশ, সহ-সভাপতি রিফাত, তারেক, অর্থ-সম্পাদক সাঈদুর রহমান ইমন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল মুন্না, মুক্তিযুদ্ধ মঞ্চের সাতকানিয়া পৌরসভা শাখার সভাপতি সাঈম নেওয়াজ হৃদয়, আমরা ক’জন মুজিব সেনার সাতকানিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রিমন সহ বিভিন্ন নেতৃবৃন্দ’রা।