কালিয়া (নড়াইল)প্রতিনিধি :
নড়াইলে কালিয়া উপজেলা ছাত্রদল এর উদ্দোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইল জেলা ছাত্রদলের নির্দেশনাতে কালিয়া উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক এস,এম তরিকুল ইসলামের নেতৃত্বে কালিয়া উপজেলা ,পৌর ও কলেজ ছাত্রদল করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতায় শহরের বিভিন্ন স্থানে লিফলেট, মাস্ক, সাবান,হ্যান্ড স্যানেট্রাইজার, বিতরণ করা হয়েছে ।
গতকাল মঙ্গলবার ( ৩০ মার্চ) বিকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে নেতা কর্মিরা পৌর শহরের বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে ছিটান। এ বিষয়ে জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক এস, এম তরিকুল ইসলাম বলেন ,আমাদের দলের ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিচ্ছেন ভয়াবহ করোনা মোকাবেলাকরার জন্য ছাত্রদলকে জনগনের পাশে থেকে সেবা করার জন্য ।তারই ধারাবাহিকতায় নড়াইল জেলা ছাত্র দলের সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশে কালিয়া উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতা কর্মিরা জনগনের সেবা এবং এ জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষে এসব পদক্ষে গ্রহন করেছি । এসময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক গাজী জিয়উর রহমান,পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো: মারুফ সহ কালিয়ার বিভিন্ন স্থরের ছাত্রদল নেতা কর্মীরা। এসময় করোনা ভাইরাস নিয়ে দিকনির্দেশনা দেন উপস্থিত ছাত্রনেতারা।