আরিফ রববানীঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ৩০শে মার্চ দিন ভর করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন শ্রমজীবি মানুষের সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরন করছেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খাঁন। সারাদিন তিনি গৌরীপুর পৌর এলাকা,৬নং বোকাইনগর ইউনিয়ন ৭নং রামগোপালপুর ইউনিয়নের জনগণের সেবায় বিভিন্ন গ্রামে-গঞ্জে কর্মহীন শ্রমজীবী দরিদ্রদের বাড়ী-বাড়ী গিয়ে উপযুক্ত গরীবদের মাঝে তিনি এই ত্রাণ সামগ্রী বিতরন করেন।
সামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খাঁন বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দেশের এই কঠিন সময়ে বিত্তশালীদের এসব অসহায়দের সাহায্যে এগিয়ে আসতে হবে। অসহায় মানুষদের মাঝে যদি একটু করে সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে কিছুটা হলেও তাদের পরিবারে স্বস্তি ফিরে পাবে।
তিনি বলেন, আপনারা ঘর থেকে বের হবার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ছাড়া বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না।
চেয়ারম্যান আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা, রাষ্ট্র নায়ক সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দিক নির্দেশনায় অসহায় মানুষের জন্য ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে। পাশাপাশি নেতৃবৃন্দ সমাজের বিত্তশালীদের এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।