
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়ন পুর্ব পাড়ার আদু ফকির বাড়িতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ৩০ মার্চ বিকেলে ৩’৩০মিঃ সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিস তথ্যসূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে বিশাল আকার ধারণ করে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।
প্রথমে মতিউর রহমানের টিনের থাকার ঘর, ঘরের জিনিস পত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। এরপর বিল্লাল হোসেন-টিনসেট থাকার ঘর, হান্নানের রান্নাঘর, নূর মোহাম্মদের দুটি বসত ঘর, মাসুদের টিনের বসত ঘর, নূর ইসলামের বসত বসত ঘর, বৃদ্ধা হামিদার বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়াও কলিম উদ্দিন, কামাল, সিদ্দিকের তিন জনের তিনটি রান্না ঘর পুড়েছে। ত্রিশাল ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মুনিম সারোয়ারের নেতৃত্বে ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। বাড়ীর লোকজন ও আশে পাশের মানুষের ধারনা এ অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার মত ক্ষয়-ক্ষতি হয়েছে।