
স্টাফ রিপোর্টাঃ
মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ পড়েছে খাদ্য সংকটে তাদের এই দুঃসময়ে ময়মনসিংহের কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে সহযোগিতার লক্ষ্যে ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন জাতীয় জাতীয় পার্টির অঙ্গ সংগঠন পল্লী বন্ধু পরিষদ ও জাতীয় তরুণ পার্টি ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মীরা। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ সাধারন সম্পাদক ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল তার নিজস্ব উদ্যোগে এই ত্রাণ কর্মহীন এইসব শ্রমজিবি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পল্লীবন্ধু পরিষদের আহ্বায়ক রুবেল আলি (এসডি রুবেল) এবং জাতীয় পার্টির আহবায়ক কাউসার আহমেদ কে দায়িত্ব দিলে নেতৃবৃন্দের যৌথ নেতৃত্বে এসব ত্রাণ সামগ্রী অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দেন পল্লীবন্ধু পরিষদ ও তরুন পার্টির নেতাকর্মীরা।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল এর সার্বিক সহযোগিতায় জেলা পল্লীবন্ধু পরিষদের আহ্বায়ক রুবেল আলি (এসডি রুবেল) এর নেতৃত্বে পহেলা এপ্রিল বুধবার সকাল থেকে দিনভর ময়মনসিংহের সদর উপজেলার বিভিন্ন এলাকায় গরীব কর্মহীন মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
পল্লীবন্ধু পরিষদের আহবায়ক রুবেল আলী বলেন-আমরা পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের সৈনিক, পল্লীবন্ধুর নীতি আর আদর্শ ছিলো গরীবের বিপদে সর্বদায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তিনি আজ জীবিত থাকলে এই দুঃসময়ে বাংলার মানুষের সহযোগিতায় এগিয়ে আসতেন। তাই আমরাও নীতি ও আদর্শকে ধরে রাখতে আসন্ন করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় গরীবের সহযোগিতায় এগিয়ে এসে পল্লীবন্ধুর ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি। সে ক্ষেত্রে একজন কে ত্রাণ সহযোগিতা করে ফেইসবুকে ছবি দেওয়া মোটেই উচিত নয়, কারণ যাদের কে এই সহযোগিতা দেওয়া হয়েছে তারা কোন ভিক্ষুক নয়, এরা খেটে খাওয়া মানুষ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে সম্প্রতি এসব মানুষ কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়েছে যে কারণে তাদের ছবি ফেসবুকে পোস্ট করা উচিত নয় বলে আমি মনে করি। তবে সহযোগিতাটা যেহেতু আমাদের দলের কেন্দ্রীয় কমিটির নেতার। তাই আমরা তার সহযোগিতার ত্রাণ সামগ্রী সঠিকমত বিতরন করেছি কিনা তার প্রমাণার্থেই আমি আমার পোষ্টের সাথে দুজন দিনমজুর – শ্রমজীবি মানুষের ছবি নেতার অবগতির জন্য পোস্ট করেছি, সেজন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি । উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তরুণ পার্টির আহবায়ক কাউসার আহমেদসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।