Header Image

ভাবখালীতে করোনা ভাইরাস প্রতিরোধে জনতার মাঝে মাস্ক,সাবানসহ সুরক্ষা সামগ্রী বিতরণ ।

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রামেরজনগণকে সচেতন করতে জনসচেতনতামোলক প্রচারের অংশ হিসাবে জনগনকে পরিস্কার পরিচ্ছন্ন থাকাতে উৎসাহিত করতে যৌথ ভাবে সাবান ও মাস্ক বিতরণ করেছে ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী ও ভাবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক,বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আরিফ রববানী এবং ইউনিয়ন তাতীলীগ নেতৃবৃন্দ।

করেনা পরিস্থিতির এই সংকট সময়ে সাধারণ জনগণের বিপদে পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে সাবান ও মাস্ক,হেন্ড স্যানিটাইজার বিতরণ করেছেন নেতৃবৃন্দ

এসময় সাবেক ছাত্রনেতা আরিফ রববানী বলেন- গ্রামের মানুষ সবচেয়ে অসচেতন,তাই তাদেরকে করোনা ভাইরাস প্রতিরোধে সজাগ থাকতে ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহী করতে আমাদের পক্ষ থেকে মাস্ক,সাবান বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ইতিপুর্বে জনগণকে হাত ধোঁয়ার জন্য বাজারের বিভিন্ন পয়েন্টে হাত ধোঁয়ার পানি ও সাবানের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন -জনবহুল এই বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণরোধে সবচেয়ে বেশি জরুরী জনসচেতনতা। এ কারণে আমরা বর্তমান সরকারের নেতৃত্বে জাতির জনকের স্বপ্নের নিরাপদ বাসযোগ্য, সোনার বাংলা বিনির্মানে চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতায় এই কর্মসূচি পালন করছি।
সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ভাবখালীর গরীব দুঃস্থ অসহায় মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে মাস্ক, এবং সচেতনতামূলক হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে ।

এসময় তার সাথে ছিলেন- ইউনিয়ন তাতীলীগের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান মানিক,আল আমিন,ইসরাফিল মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!