মোঃহাচিবুর রহমান,কালিয়া(নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার কৃতি সন্তান
নড়াইল জেলা যুবলীগের সদস্য আনু মোহাম্মাদ করোনা ভাইরাসে উদ্ভুত সঙ্কট মোকাবেলায় সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি নিজ উদ্যোগে কালিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ৩০০টি পরিবারের মাঝে বাড়ি, বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০ থেকে বিকাল ৬টা পযন্ত
অসহায় পরিবারের মাঝে ৭ কেজি চাল, ২ কেজি ডাল,২ কেজি আলু ,১লিটার তেল বিতরণ করা হয়। এ বিষয়ে যুবলীগ নেতা মোঃ আনু আহম্মদ বলেন, আমি আমার স্বার্ধমত এই করোনা পরিস্থিতিতে আমি অসহায় মানুষের মাঝে কিছু খাবার সামগ্রী দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এসময় তিনি আরো বলেন দেশের এই সংকটময় অবস্থায় সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহব্বান করেন। এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান,উপজেলা যুবলীগের সদস্য কাইসুল ইসলাম, ছাত্রলীগের সদস্য বাইজিদ আলী রেজা ও ওয়ার্ড আ’লীগ নেতা সাইদুর রহমান প্রমুখ।
সম্প্রতি করোনা আতঙ্কে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও লকডাউন করা হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এ অবস্থায় অসহায় মানুষের খাদ্য সামগ্রী পৌঁছে দেন মোঃ আনু মোহাম্মাদ