কালিয়া (নড়াইল) প্রতিনিধি :
নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নে দোকানদার,ভ্যান,রিক্সা চালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি বরাদ্দের ১০০টি পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১২ টায় কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষ এ ত্রান বিতরনের কার্যক্রমের উদ্ধোধন করেন। এ সময় সরকারি বরাদ্দের ৮কেজি চাল,আধা কেজি ডাল,২ কেজি আলু ১ লিটার তৈল ও একটি সাবান বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোল্লা মোকাররম হোসেন (হিরু), সাবেক চেয়ারম্যান আহসান আলী সিকদার লাবু, বাঐসোনা ইউপি চেয়ারম্যান শাহ মো: ফুরকান মোল্লা,পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সেলিম সিকদার,পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাইজিদ মোল্লা ।যুবলীগের সাধারন সম্পাদক মাহফুজ সিকদার।