Header Image

ময়মনসিংহের দাপুনিয়ায় রাতের আধাঁরে অভাবীদের ঘরে খাদ্য নিয়ে উপজেলা চেয়ারম্যান।

 

আরিফ রববানীঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাতে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন শ্রমজীবি মানুষের সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরন করছেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ হোসাইন।

পহেলা এপ্রিল রাতের আধাঁরে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের জনগণের সেবায় বিভিন্ন গ্রামে-গঞ্জের কর্মহীন শ্রমজীবী দরিদ্রদের বাড়ী-বাড়ী গিয়ে উপযুক্ত গরীবদের মাঝে তিনি এই ত্রাণ সামগ্রী বিতরন করেন তিনি।এসময় দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন হাফিজ সহ ইউপি সদস্যরা তার সাথে উপস্থিত ছিলেন।

সামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দেশের এই কঠিন সময়ে বিত্তশালীদের এসব অসহায়দের সাহায্যে এগিয়ে আসতে হবে। অসহায় মানুষদের মাঝে যদি একটু করে সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে কিছুটা হলেও তাদের পরিবারে স্বস্তি ফিরে পাবে।

তিনি বলেন, আপনারা ঘর থেকে বের হবেন না। জরুরী প্রয়োজনে বের হলেও অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ছাড়া বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না।

চেয়ারম্যান আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা, রাষ্ট্র নায়ক সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দিক নির্দেশনায় অসহায় মানুষের জন্য ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে। পাশাপাশি নেতৃবৃন্দ সমাজের বিত্তশালীদের এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

দেশের এই ক্রান্তিলগ্নে অভাবে থাকা কর্মহীন ক্ষুধার্ত মানুষের চেয়ারম্যানেরের হাতে ত্রাণ সামগ্রী পেয়ে খুশীতে আত্মহারা হয়ে উঠেন এবং চেয়ারম্যান ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!