Header Image

সাংবাদিক আশিক চৌধুরী আর নেই।। বিভিন্ন মহলের শোক।।

 

সাংবাদিক আশিক চৌধুরী (৫৬) আর নেই দৈনিক মাটি ও মানুষ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আশিক চৌধুরী বৃহস্পতিবার সকাল ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)।

তিনি ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্মৃতি, দৈনিক শিপা, দৈনিক ভূ-মণ্ডল, দৈনিক আজকের খবর, দৈনিক মাটি ও মানুষ, সাপ্তাহিক ব্রহ্মপুত্র, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মুক্তকণ্ঠসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন।

জন্মস্থান ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলীয়া গ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।

বাদ জোহর মালগুদাম জামে মসজিদের সামনে মরহুমের জানাজা শেষে ভাটিকাশর গোরস্থানে দাফন করা হয়। তার জানাজায় ময়মনসিংহের বিভিন্ন পত্রিকার সম্পাদক, সকল স্তরের সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু,জেলা আওয়ামীলীগের সভাপতি এড,জহিরুল হক খোকা,সাধারণ সম্পাদক এড,মোয়াজ্জেম হোসেন বাবুল,দপ্তর সম্পাদক আবু সাইদ দ্বীন ইসলাম ফখরুল,বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ফখরুল আলম বাপ্পি চৌধুরী, সাধারণ সম্পাদক এইচ এম ফারুক,সাপ্তাহিক আবির পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইউছুফ খান লিটন, বার্তা সম্পাদক আরিফ রববানী সহ ময়মনসিংহের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!