রুবেল মাহমুদঃ
করোনা মোকাবেলায় মানুষ যখন ঘর বন্দি, কিছু মানুষ তখন বিপাকে পড়েছেন। ঠিক ঠাক চলছে না সংসারের চাকা,
করোনায় দেশের এমন পরিস্থিতিতে অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন চাল ডাল পেঁয়াজ সহ কয়েক প্রকার শবজি। দেশজুড়ে করোনা ভাইরাস মোকাবেলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া নিষেধ। এ অবস্থায় দিনমজুর হিসেবে যাঁরা কাজ করেন, তাঁরা পড়েছেন বিপাকে। কারণ, তাঁরা প্রতিদিন যে টাকা পান, তা দিয়ে চলেনা সংসার।
না খেয়ে থাকার মতো অবস্থা হয়েছে তাঁদের। আর এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সাংবাদিক আহাদুজ্জামান মিথুন । ৩ রা এপ্রিল শুক্রবার রাতে রাজধানীর উত্তরখান ও দক্ষিণ খান এর শতাধিক কর্মহীন পরিবারকে প্রয়োজনীয় এই সামগ্রী বিতরণ করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের এমন পরিস্থিতি মোকাবেলায় শুধু বিত্তবানদের দিকে তাকিয়ে না থেকে সাধ্য মতো সবাইকেএগিয়ে আসতে হবে । আমি আমার মতো করে চেষ্টা করছি। সবাইকে আহব্বান জানাচ্ছি খেটে খাওয়া মানুষ গুলোর পাশে এসে দাঁড়ান। এবং আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করবেন ।