আরিফ রববানীঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কর্মহীন হয়েপড়া দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ফুলপুর-তারাকান্দা সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
গত বুধবার বিকেলে তারাকান্দা থানা প্রাঙ্গণে যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও অসহায় গরীব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
তখন উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা নিবার্হী কর্মকর্তা চিত্রা শিকারি, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়েরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সচেতনতার মাধ্যমে করোনাভাইরাস মোকাবিলা করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি। এসময় তিনি বলেন-করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ মোকাবেলা বাংলার মহিয়সী নারী, জনবান্ধব প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে চ্যালেঞ্জ হাতে নিয়েছে তা বাস্তবায়ন করতে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে নিজনিজ দায়িত্বে ঘরের ভিতর অবস্থান করতে হবে।