Header Image

ত্রিশালের সাখুয়া ইউনিয়নে ১০০ কর্মহীন দরিদ্রদের ত্রাণ দিলেন চেয়ারম্যান ইয়াহিয়া।

 

আরিফ রববানীঃ

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ গোলাম ইয়াহিয়া ।

২রা এপ্রিল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ হইতে বরাদ্দকৃত করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও অসহায় ১০০ জন দরিদ্র মানুষের মাঝে ১০০ পেকেট খাদ্যসামগ্রী ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে বিতরণ করেন তিনি।

এসময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও স্থানীয় রাজনৈতিক সামাজিক ও ইউনিয়নের পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা তার সাথে উপস্থিত ছিলেন।

এ সময় ইউপি চেয়ারম্যান শাহ মোঃ গোলাম ইয়াহিয়া বলেন,সকলে সচেতনতার মাধ্যমে করোনাভাইরাস মোকাবিলা করতে হবে।তাই জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।।

করুণা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আতঙ্কিত এই দুঃসময়ে চেয়ারম্যানের এর হাত থেকে ত্রাণ সামগ্রী পেয়ে সরকার,উপজেলা প্রশাসন ও চেয়ারম্যানের
প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইউনিয়নে কর্মহীন শ্রমজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!