Header Image

ময়মনসিংহে কর্মহীন গরীব হত-দরিদ্রদের মাঝে সিরতা ইউনিয়ন ছাত্রলীগের খাবার বিতরণ।।

 

আরিফ রববানীঃ

 

করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাবার সরবরাহ করেছেন ময়মনসিংহের সদর উপজেলার সিরতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক,উপজেলা ছাত্রলীগের ভবিষ্যৎ কান্ডারী,বঙ্গবন্ধুর আদর্শে গড়া রাজপথ যোদ্ধা মাসুদ রানা বিজয় এর নেতৃত্বে সিরতা ইউনিয়ন ছাত্রলীগ।

ছাত্রলীগের এই মানবিক নেতা মাসুদ রানা বিজয় এর নেতৃত্বে সিরতা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ১০০ পরিবারের মাঝে চাউল ডাল সাবান ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ।হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেন জনবান্ধব ছাত্রনেতা মাসুদ রানা বিজয় ।

বিতরণকালে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সজাগ থাকতে সকলকে ঘরের ভিতরে অবস্থান করার আহবান জানান ছাত্রলীগের এই নেতা।

এ সময় ছাত্রলীগ নেতা মাসুদ রানা বিজয় বলেন, জনবহুল দেশে করোনা ভাইরাস সংক্রমণরোধে সবচেয়ে বেশি জরুরী জনসচেতনতা। বাংলার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে জাতির জনকের স্বপ্নের নিরাপদ বাসযোগ্য, সোনার বাংলা বিনির্মানে চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও নিরাপদে থাকতে আপনারা ঘরেই থাকুন। সিরতা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আমরা আপনাদের খাবার ঘরে-ঘরে পৌছে দিবো।

এছাড়াও মাসুদ রানা বিজয়ের তার পক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করছেন।

এর আগে ছাত্রলীগ নেতা মাসুদ রানা বিজয় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনাভাইরাস সংক্রমণ রোধের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!