Header Image

হরিরামপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নয় পরিবারকে অনুদান দিলেন চেয়ারম্যান পুত্র।।

 

রাকিবুল হাসান ফরহাদঃ

ময়মনসিংহের ত্রিশালে হরিরামপুর ইউনিয়ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নয় পরিবারকে নিজস্ব তহবিল থেকে নগদ ৯০হাজার টাকা ও শাড়ি, লুঙ্গি, ও চাউল, দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আবু সাঈদের সুযোগ্য সন্তান সিঙ্গাপুর প্রবাসী মোঃ এনায়েত কবির (ছিদ্দিক)।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, পরে এনায়েত কবির (ছিদ্দিক) এর পিতা ও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ নিজেও ক্ষতিগ্রস্তদের মাঝে নগত টাকা শাড়ি, লুঙ্গি ও চাউল
বিত্যরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ মাষ্টার,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বাতেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সভাপতি আবুল খায়ের (ফটিক),সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সেলিম,ইউপি সদস্য মোঃ আতিকুল ইসলাম, মোঃ মাইনুউদ্দিন,মোঃ জয়নাল আবেদীন,
মোঃ সোহরাব উদ্দিন (স্বপন)সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৩০শে মার্চ বিকাল সাড়ে তিনটায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে এই নয়টি পরিবার আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!