Header Image

ঈশ্বরগঞ্জে হতদরিদ্রের ঘরে-ঘরে খাবার পৌছালেন থানা থানা পুলিশ।

 

আরিফ রববানীঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোখলেছুর রহমানের ব্যবস্থাপনায় করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা নিম্নআয়ের ৩শত হতদরিদ্র অসহায় মানুষের ঘরে-ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিলেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

৩রা এপ্রিল (শুক্রবার) সকালে ঈশ্বরগঞ্জ থানা চত্বরে থানা পুলিশের সৌজন্যে করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে শ্রমজীবি ৩শ অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ। পরে বাড়ী-বাড়ী গিয়ে হত দরিদ্রদের ঘরে-ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন কালে অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন-সারা বিশ্ব করোনা ভাইরাসের কারনে এক মহামারির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। লকডাউন চলছে। ঘরের বাইরে বের হওয়া নিষেধ। এমতবস্থায় যারা সক্ষম না এবং শ্রমিক-দিনমজুর তাদের পাশে আমরা থানা পুলিশ আছি। আপনারা ঘরে থাকুন,আমরা আপনাদের খাবার ঘরে পৌছে দেবো।

তিনি আরো বলেন, আমাদের প্রধান কাজ বর্তমান পরিস্থিতিতে সামাজিক দুরত্ব সৃষ্টি করা, বিদেশ থেকে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং জনসমাগম এড়াতে কিছু নিয়ম-শৃংখলা সমাজে বাস্তবায়ন করা।

খাদ্য সহায়তাকালে আরো উপস্থিত ছিলেন থানার সাব ইন্সপেক্টর সজীব ঘোষ, শাওন চক্রবর্তী, মোঃ মোর্শেদ ও সাংবাদিকবৃন্দ।

ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাস সংক্রমন রোধে ঘরে থাকা তিনশো নিম্ন আয়ের পরিবারের মধ্যে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবন, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।

বিপদের এই দিনে পুলিশের হাতে খাদ্য সামগ্রী পেয়ে হত দরিদ্র দিনমজুর শ্রমজীবীরা পুলিশ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!