Header Image

গৌরীপুরে খাদ্য সহয়াতাসহ মাইকিং করে জনগনকে সচেতন করছেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল।

 

আরিফ রববানীঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খাঁন
এর ব্যবস্থাপনায় করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা নিম্নআয়ের হতদরিদ্র অসহায় মানুষের ঘরে-ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা ব্যাপী বিভিন্ন ইউনিযনের মানুষকে সচেতন করতে নিজ হাতে মাইক নিয়ে প্রতিটি পাড়া মহল্লায় মাইকিং করে জনগনকে সরকারী নির্দেশনা মেনে চলাসহ ঘরে অবস্থান করার আহবান জানিয়ে যাচ্ছেন।

নিয়মিতই তিনি প্রতিদিন সকাল থেকে গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে শ্রমজীবি অসহায় পরিবারের মাঝে খরচে খাবার বিতরণের মাধ্যমে খাদ্য সহায়তা দিয়ে যাওয়ার পাশাপাশি মাইকিং করে জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নিয়ম নীতি অনুযায়ী ঘর থেকে বের না হওয়ার আহবান জানিয়ে যাচ্ছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খাঁন। বাড়ী-বাড়ী গিয়ে হত দরিদ্রদের ঘরে-ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন তিনি।

খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম ও সচেতনতা মোলক প্রচার কালে চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খাঁন বলেন-সারা বিশ্ব করোনা ভাইরাসের কারনে এক মহামারির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। লকডাউন চলছে। ঘরের বাইরে বের হওয়া নিষেধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এমতবস্থায় যারা সক্ষম না এবং শ্রমিক-দিনমজুর তাদের পাশে গণতন্ত্রের মানসকন্যা, গরীবের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা উপজেলা প্রশাসন ও পরিষদ আছি। আপনারা ঘরে থাকুন,আমরা আপনাদের খাবার ঘরেই পৌছে দেবো।

তিনি আরো বলেন, আমাদের প্রধান কাজ বর্তমান পরিস্থিতিতে সামাজিক দুরত্ব সৃষ্টি করা, বিদেশ থেকে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং জনসমাগম এড়াতে কিছু নিয়ম-শৃংখলা সমাজে বাস্তবায়ন করা। বিদেশ থেকে যারা এসেছেন তাদের তাদের পরিবার,দেশ জাতির স্বার্থে হোম কোয়ারান্টাইন মেনে চলার আহবান জানিয়ে যাচ্ছেন তিনি।

খাদ্য সহায়তা ও প্রচার কালে তার সাথে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও দলীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে

করোনা ভাইরাস সংক্রমন রোধে ঘরে থাকা নিম্ন আয়ের পরিবারের মধ্যে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে খরচে চাল, ডাল, তেল, লবন, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করে যাচ্ছে উপজেলা পরিষদের সাবেক মোফাজ্জল হোসেন খাঁন ।

বিপদের এই দিনে পুলিশের হাতে খাদ্য সামগ্রী পেয়ে হত দরিদ্র দিনমজুর শ্রমজীবীরা চেয়ারম্যান ও শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!