Header Image

ত্রিশালে করোনা পরিস্থিতি মোকাবেলায় রাত-দিন ছুটে চলছেন ইউএনও।

 

আরিফ রববানীঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান যোগদানের পর থেকে পাল্টে উপজেলার দৃশ্যপট। যোগদানের পর থেকে তিনি উপজেলায় রাত-দিন দায়িত্ব পালনের মাধ্যমে উপজেলার আইন শৃঙ্খলা সহ সকল কিছুর উন্নয়ন কর্মকান্ডে দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি নিয়ে কাজ করে করে যাচ্ছেন। শুধু তাই নয় সম্প্রতি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করতে ব্যস্ততায় সময় পার করছে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। তিনি বিদেশ ফেরত প্রবাসী লোকদেরকে নিজ নিজ ঘরে থাকা নিশ্চিত করণ সহ সামাজিক দূরত্ব বজায় রাখা লকডাউন মেনে চলা সহ উপজেলার সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়ে যাচ্ছেন। সম্প্রতি কালে ত্রিশালে যোগদানকৃত এই নবাগত অফিসার করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য অনেকটাই চোখের ঘুম হারাম করে চলছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ১২ টি ইউনিয়নের খোঁজ খবর নিয়ে এবং সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সঠিক নির্দেশনা দিয়ে আসছেন । লকডাউন এর কারণে শ্রমিকরা দৈনিক কাজ কর্ম করে সংসার পরিচালনা করেন এমন পরিবার ও এলাকার হতদরিদ্র লোকজনের বাড়ীতে বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আর ওসব চাউলও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশী কর্মহীন দরিদ্ররা। এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলা করতে উপজেলার মানুষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও লকডাউনের সময় রাস্তাঘাটে অবাধে যাতায়াত ও আড্ডা দিচ্ছেন সেই সকল মানুষকে নিজ নিজ বাসা বাড়ীতে অবস্থানের তাগিদ দিচ্ছেন । যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও দৈনিক পত্রিকাগুলোতে কোন ঘটনার অভিযোগ উঠলে তিনি ছুটে চলছেন ঘটনাস্থলে। অপরদিকে হঠাৎ করে উপজেলার বাজারে গুলোতে দব্য মূল্য দাম বেড়ে গেলে তিনি নিজে মনিটরিং করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল অবস্থায় আনার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!