দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাসে ঘরে বসে থাকা দিনমজুর ও ভ্যান চালকদের মাঝে খাদ্যসামগ্রী
বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে খট্টামাধবপাড়া ০৯ টি ওয়ার্ন্ডে রিক্সা,ভ্যানচালকদের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি চাল, ৩
কেজি আলু, ১ কেজি লবণ ও ১টি করে মাস্ক ২শত ৬০ পরিবারকে বিতরণ করেন খট্টমাধবপাড়া ইউনিয়নের
চেয়ারম্যান মোখলেছার রহমান। এসময় সঙ্গে ছিলেন ওয়ার্ন্ড মেম্বার ।
খট্টমাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছার রহমান বলেন, আমাদের নিজেদের জন্য নিজেকে সচেতন
হতে হবে। সচেতনতার বিকল্প নাই। নিজেকে নিজে কোয়ারেন্টিন করতে হবে। অপ্রয়োজনীয় চলাফেরা
কমিয়ে দিতে হবে। আর প্রবাসীদের যারা ইতোমধ্যে দেশে এসেছে, তাদের কোয়ারেন্টিন থাকতে হবে।
এটা নিজেকে, নিজের পরিবারকে তথা সমাজ ও দেশকে সুরক্ষার জন্যই এই কোয়ারেন্টিন থাকতে হবে।