মানুষ মানুষের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানবসেবার ব্রত নিয়ে চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘরে থাকার কারণে ক্ষতিগ্রস্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহের জাপা নেত্রী,সিটি কর্পোরেশনের ১৩,১৪,১৫ নং ওয়ার্ড এলাকা মহিলা সমাজ সেবক,গত সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩,১৪,১৫ওয়ার্ডে পরাজিত মহিলা কাউন্সিলর প্রার্থী জাতীয় পার্টির অন্যতম সংগঠন পল্লীবন্ধু পরিষদের আহবায়ক রুবেল আলী (এসডি রুবেল) এর সহধর্মিণী ফাতেমা বেগম।
ময়মনসিংহে দানবীর মহিলা নেত্রীদের মধ্যে অন্যতম দানশীল মহিলা নেত্রী ফাতেমা বেগম শনিবার দিনভর তার পরিবারের নিজস্ব খাদ্য থেকে সাধ্যতম দান করেন। নগরীর ঝিগাতলা এলাকায় তার নিজ বাড়িতে এই মানবিক সহায়তা সামগ্রি বিতরণ করেন তিনি। ফাতেমা বেগম তার ঘরে থাকা খাবারের অংশ থেকে কর্মহীন ও হত দরিদ্র মানুষের মাঝে চাল ও ডাল বিতরণ করেন ।