রুবেল মাহমুদঃ
অসহায় পরিবার, নব মুসলিম আব্দুর রহমানকে দেখার কেউ নেই। অনেক দিন থেকেই ভুগছেন বিভিন্ন ধরনের রোগে। কাজ করতে পারেন না, তার পর আবার করোনা ভাইরাস মোকাবেলায় ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ, এমন দুরবস্থার কথা শুনেনি কেউ। সাম্প্রতি চলচ্চিত্র পরিচালক রুবেল মাহমুদ নব মুসলিম পরিবারের পাশে দাঁড়িয়েছেন এই বিষয়টি তার ফেসবুকে পোস্ট করেন। তখনই বিষয় টা চোখে পড়ে নবাগত চিত্রনায়ক রাজু আহমেদ রাইপ এর। এবং চলচ্চিত্র পরিচালক কিশোর রাব্বানীর মাধ্যমে সহযোগিতা স্বরুপ কিছু ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন, তিনি নিজেও তার গ্রামের বাড়িতে ব্যাপক ত্রাণ বিতরণ করেন, তিনি এখন তার গ্রামের বাড়িতে অবস্থান করছেন। এবিষয়ে চলচ্চিত্র পরিচালক কিশোর রাব্বানী জানান: ফেসবুকে আমরা অনেক কিছুই দেখি যার সব কিছু সত্য হয়না, তবে নব মুসলিম আব্দুর রহমান এর বর্তমান ঠিকানাটা দেখে কিঞ্চিৎ শিউরে উঠেছিল গা। আমার ঘনিষ্ঠ বন্ধু চিত্র পরিচালক রুবেল মাহমুদ যখন এমন একটি পরিবার এর পাশে দাঁড়িয়েছেন, সেটাও আবার আমার নিজ এলাকা রাজধানীর উত্তরখান হযরত শাহ কবির মাজার চৌরাস্তা মোড়ের পাশেই একটা চিলে কোঠায় থাকেন এই নব মুসলিম। তখনই আমি সিদ্ধান্ত নিলাম এই পরিবারের জন্য কিছু করতে পারলে ভালো লাগতো।
সাম্প্রতি শুটিং শেষ হওয়া আমার পরিচালিত ওয়েব ফিল্ম মিয়া ভাই এর নায়ক রাইপ ভাইয়ের সাথে কথা বলি,
এবং তার সহযোগীতায় এই অসহায় এই পরিবারের জন্য কিছু করতে পেরেছি। আমি আহ্বান করছি যেহেতু এই পরিবারটা নব মুসলিম সেহেতু এই পরিবারের প্রতি আমাদের গভীর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিৎ। কিশোর রাব্বানী অসংখ্য নাটক, টিভি অনুষ্ঠান, বেশ কয়েকটি টেলিছবি নির্মাণ করেছেন, সম্প্রতি শেষ হওয়া একশন ধর্মি ওয়েব ফিল্ম মিয়া ভাই খুব শীঘ্রই মুক্তি পাবে।