
আরিফ রববানীঃ
রাতের আধাঁরে সব মানুষ যখন ঘুমন্ত অবস্থায় তখন নিজের ঘুমকে বিসর্জন দিয়ে নোভেল করোনা ভাইরাস সংক্রমন আতংকে কর্মহীন হয়ে পড়া অসহায় গরীব হত-দরিদ্র মানুষের দুয়ারে-দুয়ারে ঘুরছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফ আলী উজ্জ্বল। সারা দেশের ন্যায় কানিহারি ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ মেনে চলায় ধনী-গরীব প্রায় সবাই এখন গৃহে অবস্থান করছে। এতে করে বিপাকে পড়েছেন দরিদ্র ও নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষেরা। এক বেলা কাজ না করলে যাদের সংসার চলে না, মুখে খাবার উঠে না, বর্তমান এ পরিস্থিতিতে গৃহবন্ধী ঐ কর্মহীন অসহায় মানুষগুলি চরম খাদ্য সংকটে অসহায় হয়ে পড়েছে। তাই গৃহে বন্ধী থাকা ঐ সব অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছেন ত্রিশালের কানিহারি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা আশরাফ আলী উজ্জ্বল।
৬ই এপ্রিল সোমবার সন্ধ্যার পর সরকারী অর্থায়নে ও ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ২শত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান উজ্জল।সন্ধ্যার পর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করার পর ভ্যান যোগে প্রত্যেকের বাড়ী-বাড়ী ত্রাণ সামগ্রী পৌছে দেন তিনি।
এ সময়ে তিনি বলেন,আমার নিজস্ব অর্থায়নে ১০০ এবং সরকারী অর্থায়নে১০০ সর্বমোট ২শত পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করেছি। যার মধ্যে ছিল চাল, ডাল,পেয়াঁজ, আলু, সাবানসহ বিভিন্ন প্রকার নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
বিতরণ কালে তিনি বলেন-করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার যে চ্যালেঞ্জ হাতে নিয়েছে তা বাস্তবায়নে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়া থেকে বিরত থাকতে হবে।সাবান দিয়ে বার-বার হাত ধোঁয়ে নিতে হবে। এসময় তিনি সরকারি নির্দেশনা মেনে চলতে সকলকে আহবান জানান।