কালিয়া ( নড়াইল) প্রতিনিধি :
দেশের এই সংকটময় মূহুর্তে দেশ ও সরকারের পাশে দাড়াতে নড়াইল জেলার নড়াগাতি থানার অন্তরগত ৭নং জয়নগর ইউনিয়নের সৌদি-আরব প্রবাসি মোঃ বাহারুল চৌধুরী, মোঃ সফিক সিকদার, মোঃ শরিফুল মোল্যা, মোঃ রাসেল মোল্যা, মোঃ সেলিম কাজী, মুন্সি জিল্লুর রহমান সহ আরো অনেকের আর্থিক সহযোগিতায়, নিম্ম আয়ের মানুষদরে মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয় । মোঃ সিহাব চৌধুরীর পরিচালনায় এ ত্রান বিতরন কার্যক্রম শুরু করা হয় ।আজ সোমবার (৬ এপ্রিল) সকালে এসব ত্রান সামগ্রী নিম্ম আয়ের মানুষদের বাড়িতে বাড়িতে পৌছে দেয়া হয় ।৫শত দূঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পিঁয়াজ, ও লাইফবয় সাবান এবং মাস্ক ত্রাণ বিতরণ এবং সকলকে করোনাভাইরাস (কোভিড-২০১৯) সম্পর্কে জানতে সতর্কীকরণ লিপলেট বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জয়নগর ইউ,পির ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহাবুল চৌধুরী, ৮নং ওয়ার্ড সদস্য মোঃ কামাল হোসেন মোল্যা, মোঃ আসকর মোল্যা ও মোঃ বোরহান সিকদার প্রমুখ।