
মোঃআল-আমিন টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকার একটি ঝুট পল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার(৫ এপ্রিল) রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডের পুড়ে গেছে প্রায় ২০-৩০টি ঝুটের গোডাউন।
প্রত্যক্ষদর্শীরা জানান,হঠাৎ করেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে সাথে সাথে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।আগুনে আশপাশের পোশাক কারখানা সহ বসত বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি এবং রাজধানীর উত্তরা থেকে ২টি সহ মোট ৬ টি ইউনিট এক যোগে কাজ করে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জোন-২ এর জোন প্রধান মো. মানিকুজ্জামান জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।তদন্ত করে ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যাবে।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও র্যাব বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আগুনের সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে আমরা ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই।আইনশৃঙ্খলা রক্ষার্থে সারা রাত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকে।