মোঃআল-আমিন টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি):
গাজীপুরের টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।আজ সন্ধা ছটায় হঠাৎ করেই আগুন ধরে যায় নুরুল হকের বাড়িতে।
স্থানীয়রা জানায়, বাড়ির ভাড়াটিয়া নূরনবী মশার তাড়াতে সন্ধায় পুরনো কাপড় কাপড় পুরিয়ে ধোঁয়া দেয়ার এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে বাইরে চলে যায়।কিছুক্ষণের মধ্যেই আগুন লেলিহান শিঁখা ছড়িয়ে পরে পুরো বাড়িতে।আগুনে পুড়ে যায় ভাড়াটিয়া নূরনবীর ঘর ও বাড়িওয়ালা নূরুল হকের দুটি রুমসহ ঘরের মূল্যবান আসবাবপত্র।
খবর পেয়ে টঙ্গী ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় পনেরো মিনিটের মধ্যে আগুন নীয়ন্ত্রনে নিয়ে আসে।
অগ্নিকাণ্ডে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান,বাড়ির মালিক নূরুল হক।