Header Image

ত্রিশালে মানব সেবায় নিজেকে উৎসর্গ করলেনঃ মুস্তাফিজুর রহমান

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের ত্রিশালে বিশ্ব কাঁপানো মরণব্যাধি নোবেল করোনা ভাইরাস মোকাবেলায় নিজের জীবনের নিরাপত্তার কথা না ভেবে দিনরাত নিরলসভাবে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা সহ গরীব অসহায় মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
তিনি উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভা সহ সচেতনতা বৃদ্ধির জন্য নিজে মাইকিং এর মাধ্যমে হাট-বাজার ও বিভিন্ন পয়েন্টে সরকারের দেওয়া নিয়ম নীতি মেনে নির্ধারিত দূরত্ব বজায় রেখে লকডাউন মেনে চলার আহ্বান করছেন। কিছুদিন আগে গোপন সংবাদের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বৈলর ইউনিয়নে ডিলারের কাছ থেকে ২৫ বস্তা সরকারি চাল জব্দ করে শাস্তির ব্যবস্থা করেন।
এবং যারা করোনাকে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা সহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে সতর্ক করছেন বিভিন্ন ব্যবসায়ীদেরকে।
তিনি তার বক্তবে বলেন প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সরকারি ত্রাণ সামগ্রী যাতে গরীব অসহায় মানুষের মাঝে সুষ্টভাবে সকল কে দিতে পারি সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!