Header Image

নড়াগাতি থানা ছাত্রলীগ নেতার উদ্দোগে ত্রাণ বিতরণ

মোঃহাচিবুর রহমান,কালিয়া (নড়াইল)প্রতিনিধি:

মহামারি করোনাভাইরাস(কোভিড-১৯) এর সংক্রমণ এ সারাবিশ্ব প্রায় অঘোষিত লকডাউন এ পরিনত হয়েছে।
কর্মজীবি মানুষেরা হয়েছে কর্মহীন। এতে করে সাধারণ জনগন পরেছে বিপাকে। সাধারণ জনগণ এর জন্য সরকারি বেসরকারি প্রতিস্ঠান ও বিভিন্ন ব্যাক্তিগত উদ্দোগে গরীব অসহায় দের মাঝে ত্রাণ বিতরণ চলছে। তারই ধারাবাহিকতায় নড়াইলের নড়াগাতি থানা ছাত্রলীগের উদ্যেগে অসহায় দুস্থ ও কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
সোমবার (৬এপ্রিল) বিকালে নড়াইলের নড়াগাতি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরসালিন খন্দকার লালিফ এর উদ্যেগে ও স্থানীয় যুবক শামিম খন্দকার, ইস্রাফিল কাজী,মহিবুল্লাহ সিকদার,সোহেল রানা, মনিস মজুমদার,বরতক শেখের সহযোগিতায় নড়াগাতির থানার যোগানিয়া ইদগাহের মাঠে গরীব ও অসহায় দুস্থ ২২০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,হরেন্দ্রনাথ চক্রবর্তী, মোঃ মমেন শেখ, লুৎফর মোল্লা, আবু তালেব কাজীও মুক্তার মোল্লা প্রমুখ।

থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুরছালিন খন্দকার লালিফ বলেন,
নড়াইলের ১আসনের সাংসদ মো:কবিরুল হক মুক্তি র নির্দেশনায় আমাদের আজকের এই কার্যক্রম। যত দিন দেশের এমন পরিস্থিতি চলমান থাকবে আমাদের এই ত্রাণ বিতরণ চলতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!