স্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাস সংকট মোকাবেলায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন কবীর এর ব্যাক্তিগত উদ্যোগে কর্মহীন হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে নগরীর পুলিশ লাইন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রায় ৫০টি পরিবার ৫ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীতে ছিল, চাল, ডাল, আলো, পেয়াজ, তৈলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি পায়ে হেঁটে অসহায়, অসচ্ছল, মানুষের বাড়িতে গিয়ে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলকে আহ্বান জানান এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান জেলা ছাত্রলীগের এই পরিশ্রমী নেতা।