করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা মেনে ঘরে অবস্থান করার কারণে দেশের প্রতিটা উপজেলার প্রতিটা ইউনিয়নের পাড়া-মহল্লায় ভিক্ষুক,শ্রমিক,রাজমিস্ত্রীসহ খেটে খাওয়া শ্রমজীবী অনেক মানুষ কর্মহীন হয়ে মানবেতর দিন কাটাচ্ছে। এসব নিম্ন আয়ের মানুষের ঘরে খাবার সহযোগিতা পৌছে দিতে আবারো নতুন করে প্রকৃত ভিক্ষুক,ভবঘুরে,দিনমুজুর,টিক্সাও ভ্যান চালক,
পরিবহন শ্রমিক,রেস্টুরেন্ট শ্রমিক,ফেরিওয়ালা,চা দোকানদার শ্রমিক,রাজমিস্ত্রী,দিনমুজুরসহ যে সব নিম্ন আয়ের ব্যক্তিরা দৈনিক আয়ের ভিত্তিতে চলতো, করোনা পরিস্থিতির কারণে তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সরকার এসব প্রকৃত হতদরিদ্রদের
তালিকা করার নির্দেশ প্রদান করেছে সরকার। গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের সফল ও জনবান্ধব প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সরকারের এই সহযোগিতা যেন প্রকৃত ভিক্ষুক,শ্রমিক,রাজমিস্ত্রী এবং গরীব-হত দরিদ্র ও সুবিধাভোগীরা পায় সে লক্ষে ময়মনসিংহ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে বাড়ী-বাড়ী গিয়ে তালিকা যাচাই-বাছাই কার্যক্রম পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান। তালিকা যাতে স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত ও প্রকৃত সুবিধা ভোগীরা বঞ্চিত না হয় সে লক্ষে তিনি ৬ই এপ্রিল সোমবার সকাল থেকে উপজেলার দাপুনিয়া,ঘাগড়া,ভাবখালী,নিলক্ষিয়া ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়ন পরিদর্শনে গিয়ে স্বচ্ছ তালিকা প্রনয়নের লক্ষে স্থানীয়,রাজনৈতিক, সামাজিক,গণ্যমান্য,চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশের সমন্বয়ে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ড কমিটির মাধ্যমে স্বচ্ছ গরীবদের বাছাই করে তালিকা করে জমা দেওয়ার নির্দেশ দেন। এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।