আরিফ রববানীঃ
ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় ও সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে খাদ্য বিতরণে তাদের দুয়ারে দুয়ারে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার এম সাজ্জাদুল হাসান। মানুষ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও আতঙ্কে কর্মহীন হয়ে পড়ায় অসচ্ছল পরিবারে জরুরি খাদ্য সহায়তা নিয়মিতই দিয়ে যাচ্ছেন তিনি।
প্রতিদিনই পুলিশ প্রশাসনের সহায়তায় গাড়িতে করে বিভিন্ন ইউনিয়নে চাল, ডাল আলু, তেলসহ খাদ্য সামগ্রী নিয়ে অসহায় খেটে খাওয়া মানুষদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেন এসিল্যান্ড এম সাজ্জাদুল হাসান। পাশাপাশি তিনি মানুষকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকার আহবান জানান। সরকারী নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় এসিল্যান্ড এম সাজ্জাদুল হাসান ৬ই এপ্রিল সোমবার দিনভর খরিচা বাজার, নগরীর গাংগিনারপাড়, চরপাড়া , ভাটিকাশর এ সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন l এসময় এক ব্যবসায়ীকে ২০০০/- টাকা জরিমানা করা হয় l
অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন এসিল্যান্ড সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান l অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন জেলা পুলিশ, ময়মনসিংহ এবং ত্রাণ বিতরণে সহায়তা করেন সমাজ সেবা কর্মকর্তা মাহফুজুর রহমান l