আরিফ রববানীঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নে করোনা ভাইরাস কর্মহীন হয়ে পড়া গরীব হত-দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক শাহ্ মোঃ গোলাম ইয়াহিয়া।
৮ই এপ্রিল বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ হইতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও অসহায় ১০০ জন দরিদ্র মানুষের মাঝে দ্বিতীয় দফায় বাড়ী-বাড়ী গিয়ে ১০০ পেকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় রাজনৈতিক সামাজিক ও ইউনিয়নের পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা তার সাথে উপস্থিত ছিলেন।
এ সময় ইউপি চেয়ারম্যান কদ্দুস মন্ডল বলেন, সচেতনতার মাধ্যমে করোনাভাইরাস মোকাবিলা করতে হবে।তাই জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।।
করুণা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আতঙ্কিত এই দুঃসময়ে চেয়ারম্যানের এর হাত থেকে ত্রাণ সামগ্রী পেয়ে খুশিতে উদ্ধেলিত হয়ে উঠেন কর্মহীন হত দরিদ্ররা।