Header Image

ময়মনসিংহে ডাঃ আজিজের পক্ষে ভোর রাতে গরীবের দুয়ারে খাদ্য নিয়ে যুবলীগ নেতা এইচ এম ফারুক।

 

আরিফ রববানীঃ

ময়মনসিংহে ভোর রাতে কর্মহীন অস্বচ্ছল পরিবারের ঘরে-ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক,কর্মী ও জনবান্ধব তরুণ রাজনীতিবিদ এইচ এম ফারুক। নভেল করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সরকার সারা দেশে সকল মানুষকে নিরাপদ রাখতে নিজ ঘরে অবস্থান করার ঘোষণা করায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ, সরকারী নির্দেশনাকে শ্রদ্ধা ও স্বাগত জানিয়ে ময়মনসিহের সকল শ্রেণী-পেশার মানুষ নিজ ঘরে আশ্রয় নেওয়ার কারণে কর্মবিমুখ এসব অসহায় হত দরিদ্র মানুষ গুলোর অর্থ উপার্জনের ব্যবস্থা না থাকায়, খাদ্য সংকটে যেন কোন মানুষ অনাহারে না থাকে সে লক্ষে কর্মহীন এই শ্রমজীবি মানুষগুলোর খাদ্য চাহিদা পুরণে কর্মহীন এসব অসহায় গরীব দুস্থ মানুষের ঘরে ঘরে ময়মনসিংহের জনপ্রিয় রাজনীতির,চিকিৎসক
স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন ময়মনসিংহের জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক। ৭ই এপ্রিল মঙ্গলবার ভোর রাতে তিনি করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে যাওয়া শ্রমজীবী গরীব-দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে অসহায় দরিদ্রদের খুঁজে বের করে তাদের খোজ নিয়ে ঘরে-ঘরে সরকারি ত্রাণ পৌছে দেন।

গরীব মানুষেরা যেন চলমান এই মহামারীতে খাবারের সন্ধানে বের না হয় সে জন্য তিনি নিজেই পায়ে হেটে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী নিয়ে কর্মহীন অভাবী দরিদ্রদের খোজে গ্রাম-গঞ্জের বাড়ী-বাড়ী ঘুরে ত্রাণ সামগ্রী ৫কেজি চাউল, ২কেজি আলু, ও ১কেজি ডাল,সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিষ পৌছে দেন।

এ সময় তার সাথে ময়মনসিংহ জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতা ডাঃ এইচ এ গোলন্দাজ তারাসহ দলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।

এসময় যুবলীগ নেতা এইচ এম ফারুক , করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে করোনা ভাইরাস থেকে হেফাজতে থাকতে সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে বলেন,মহামারী এই সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার যে চ্যালেঞ্জ হাতে নিয়েছেন, সে চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের অবশ্যই ঘরে থাকতে হবে। আপনারা ঘরেই থাকুন, আপনাদের খাবার ঘরে-ঘরেপৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!