
করোনাভাইরাস প্রতিরোধে ময়মনসিংহ সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সচেতনতা ও ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধিক দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সহায়তা (চাল, ডাল, তেল, সাবান, আলু, লবন ইত্যাদি) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামছুল হক লিটন এবং সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির জেলা শাখার মহাসচিব ইকবাল হোসেন খান প্রমূখ।
সমাজসেবা জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ বলেন, দু:সময়ে সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের একটু সহযোগিতা করতে নিজেদের ভালো লাগছে। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিজস্ব বেতনের টাকায় গঠিত তহবিল থেকেই আমরা ত্রাণ সহায়তা করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।