Header Image

ময়মনসিংহ সিবিএমসির উদ্যোগে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন ইউএনও

 

ষ্টাফ রিপোর্টারঃ

প্রাণঘাতী করোনাভাইরাস রোধে ঘরে থাকা কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের সদর উপজেলার চূড়খাই উইনার পাড় এলাকায় অবস্থিত কমিউনিটি বেজ্ড মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে কর্মহীন ওইসব পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবান,মাক্সসহ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান ।

এসময় তিনি বলেন, করোনা মোকাবিলায় আমাদের সকলকে সচেতন হতে হবে। সরকারের দেওয়া নির্দেশনা আমাদের মেনে চলতে হবে।

ইউএনও আরও বলেন, দেশে খাদ্য সংকট নেই। পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে। দেশের এই সংকটময় মুহুর্তে ঘরবন্দি মানুষদের মাঝে সরকার ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। কোনো মানুষ না খেয়ে থাকবে না।

এদিকে, ময়মনসিংহ সদর উপজেলার দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদ। এসময় কমিউনিটি বেজ্ড মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ডাক্তার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় ইউএনও জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে সার্মথ্য অনুযায়ী এলাকার মানুষের পাশে সরকারের পাশাপাশি সকল সামর্থ্যবানরা যদি নিজ নিজ এলাকার দরিদ্র প্রতিবেশীদের পাশে যদি এগিয়ে আসে তাহলে কেউ অনাহারে থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!