
কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
মহামারি নভেল করোনা ভাইরাস মোকাবেলায় নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে দুস্থ অসহায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতারন করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে নড়াইলের নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নে নড়াগাতি থানা যুবদলের আহবায়ক মিজানুর মীর এর পরিচালনায় খাসিয়াল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় দুস্থ ২০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ, নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, খাসিয়াল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নওশের বিশ্বাস, জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক স.ম. রাকিবুজ্জামান পাপ্পু, ছত্রদল নেতা মিশন মীর, শেখ সাদী, ফরহাদ বিশ্বাস প্রমুখ। যুবদল নেতা মোঃ মিজানুর মীর বলেন, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশনায় এবং তাহার পক্ষ থেকে আমাদের আজকের এই কার্যক্রম। যত দিন দেশের পরিস্থিতি স্বাভাবিক না হবে, অসহায় ও দরিদ্রদের মাঝে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।